Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

এটি ভূমি জরিপ কার্যক্রমের মাঠ পর্যায়ের স্থায়ী অফিস। এখনও বাংলাদেশের প্রতিটি  উপজেলায় সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয় নেই। বর্তমানে ১০টি বৃহত্তর জেলায় (যশোর, খুলনা, ফরিদপুর,বরিশাল, বগুড়া, রংপুর, সিলেট, টাংগাইল, কুমিল্লা ও নোয়াখালী) জোনাল সেটেলমেন্ট অফিসের অধীন ৩৭টি জেলায় ২৬০টি উপজেলার মধ্যে ২০৯টি উপজেলায় স্থায়ী সেট-আপ বা স্থায়ী কাঠামোভুক্ত এই অফিস রয়েছে। এই অফিস ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের অধীন জোনাল সেটেলমেন্ট অফিসের মাধ্যমে পরিচালিত হয়।এছাড়া আরও ০৯টি বৃহত্তর জেলার (দিনাজপুর, রাজশাহী, কুস্টিয়া, পাবনা, ময়মনসিংহ, জামালপুর, ঢাকা,পটুয়াখালী ও চট্টগ্রাম) অধীন আরও ২০০টি উপজেলায় স্থায়ী সেট-আপ বা স্থায়ী কাঠামোভুক্ত এই অফিস স্থাপনের সকল আনুষ্ঠানিকতা (যাবতীয় সরকারী আদেশ-নির্দেশ) সম্পন্ন হয়েছে। অচিরেই বর্ণিত ২০০টি উপজেলায় অফিস স্থাপনসহ লোকবল নিয়োগ করা হবে। উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিস'টি উপজেলা পরিষদ প্রবেশ মূখে উপজেলা পরিষদ জামে মসজিদ সংলগ্নে অবস্থিত।